Breaking News

পূজামণ্ডপে নুসরাতের সঙ্গে নাচে মত্ত মিথিলা (ভিডিও)

বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। গেলো বছর ডিসেম্বরে বিয়ে করেছেন কলকাতার পরিচালক

সৃজিত মুখার্জিকে। তবে তাদের ভালোবাসায় ধর্মের কোনো বাধা আসেনি। আর এ কারণেই স্বামীর সঙ্গে

মহাষ্টমীর অঞ্জলি দিলেন অভিনেত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন আরেক অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহান এবং তার স্বামী।

করোনার এই পরিস্থিতিতেও অষ্টমীর সকাল জমিয়ে দিয়েছেন কলকাতার অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান।

স্বামী নিখিলের সঙ্গে অঞ্জলি দেন তিনি। পাশাপাশি স্বামী নিখিল ও মন্ত্রী অরূপ বিশ্বাসের ঢাকের তালে তাল মিলিয়ে নাচলেনও।

আবার নাচ শেষে নিজের হাতেই তুলে নিলেন ঢাকের কাঠি। ছন্দ মিলিয়ে বাজাতে শুরু করলেন ঢাক। সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সেই ভিডিও।

আর সেই ভিডিওতে দেখা গেলো বাংলাদেশের তারকা অভিনেত্রী মিথিলাকেও। নুসরাতের পাশে দাঁড়িয়ে ওই

মণ্ডপে নাচ দেখছিলেন তিনি। হঠাৎ নুসরাত তাকে নাচে টেনে আনেন। দুজনে মিলে ঢাকের তালে মেতে উঠেন

পূজার নাচে। নাচ শেষে মিথিলাকেও দেখা যায় ঢাক বাজাতে। এসময় পাশেই ছিলেন তার স্বামী সৃজিত মুখার্জি। বোঝাই যাচ্ছে শ্বশুরবাড়ি কলকাতায় দুর্গাপূজার উৎসব বেশ উপভোগ করছেন মিথিলা।

আজ তিনি পরেছেন গাঢ় ও সাদা পাড়ের মেরুন শাড়ি। মুখে ছিল সাদা ও কালো রঙের মাস্ক। পরিচালক সৃজিত পরেছেন খয়েরি রঙের পাঞ্জাবি ও কালো মাস্ক।

এর আগে গতকাল (২৩ অক্টোবর) সাদা শাড়ি পরা ছবিতে টুইটারে মহাসপ্তমীর শুভেচ্ছা জানিয়েছিলেন মিথিলা। সঙ্গে ছিলো স্বামী ও কন্যাও।

প্রসঙ্গত, দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এ সুরুচি সংঘের পূজার আয়োজন করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস। মূলত টালিগঞ্জের শিল্পীরা এই মণ্ডপেই পূজা উপভোগ করে থাকেন।

About admin

Check Also

সৃজিত খুব ছেলেমানুষ, আয়রার থেকে ওর বয়স খুব বেশি না: মিথিলা

কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি আজ (বৃহস্পতিবার) ৪৪ বছরে পা রাখলেন। নিজের জন্মদিনেও শুটিং নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *